মাগুরায় নির্যাতিত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
শনিবার, ৮ মার্চ, ২০২৫ ০৩:৪৬ পিএম | আপডেট: শনিবার, ৮ মার্চ, ২০২৫ ০৩:৪৯ পিএম

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি শিশুটির বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন এবং চিকিৎসা, আইনিসহ সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
আজ শনিবার (৮ মার্চ) শিশুটির মায়ের সঙ্গে কথা বলার সময় ঢাকা দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে এ সংক্রান্ত সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ দেন তারেক রহমান।
ফোনালাপে তারেক রহমান বলেন, মাগুরায় বিএনপির যত নেতাকর্মীরা আছেন, তারা সবাই শিশুটির পাশে থাকবে।
ন্যায় বিচার পাওয়ার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব। শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায়।
তিনি আরও বলেন, শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন আমরা চেষ্টা করব, আমাদের দলের অবস্থান থেকে।
নির্যাতিতের মা শিশুটির ওপর চালানো পাশবিকতার বর্ণনা তুলে ধরেন তারেক রহমানের কাছে। এটা শুনে তিনি আবারও বলেন, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব শিশুটি যাতে ন্যায় বিচার পায়।
পরে দলের নেতারা সবসময় পাশে থাকবে বলে আবারও আশ্বস্ত করেন তারেক রহমান। সবশেষে তিনি শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন।
এদিকে শিশু নির্যাতনের ঘটনায় দুই জন পুলিশ হেফাজতে আটক থাকলেও শনিবার সকালে বড় বোনের শ্বশুর ও স্বামীর পর তার ভাশুর ও শাশুড়িকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা জেলা সদরের নান্দুয়ালী মাঠপাড়ায় বোনের শ্বশুরের ধর্ষণের শিকার হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশুটি। নির্যাতনের পর শিশুটিকে উদ্ধার করে প্রথম জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢামেকে নেওয়া হয়।
আরও পড়ুন
- দেশে বেড়েছে ধর্ষণ, নেই নারীদের নিরাপত্তা : রিজভী
- উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
- নড়াইলে বিএনপির অফিসে বোমা হামলায় আহত ৩
- আমার জীবনে গুরুত্বপূর্ণ তিন নারী 'মা, স্ত্রী ও কন্যা' : তারেক রহমান
- কারাগার থেকে হৃদয়ের মনিকোঠায় তারেক রহমান
- সপ্তাহের ব্যবধানে 'এনসিপি' থেকে তিন নেতার পদত্যাগ
- তারেক রহমানের ১৯তম কারাবন্দি দিবস আজ
- জুলহাসের প্রতিভাকে সম্মান জানাতে সহযোগিতায় পাশে দাঁড়ালেন তারেক রহমান