চলন্ত ট্রেনে আগুন, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে রেল চলাচল বন্ধ
শনিবার, ৮ মার্চ, ২০২৫ ১২:১৭ পিএম | আপডেট: শনিবার, ৮ মার্চ, ২০২৫ ১২:১৭ পিএম

ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (৮ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ধলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ধলা স্টেশন পার হওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনে আগুন ধরে প্রচুর ধোঁয়া বের হতে থাকে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় রেলওয়ের কর্মকর্তারা তাৎক্ষণিক খবর পেলে রেলওয়ের কর্মীসহ স্থানীয়রা এসে ইঞ্জিনে পানি ঢাললে ধোঁয়া বের হওয়া বন্ধ হয়।
ওসি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বিকল্প ইঞ্জিন যুক্ত করা হয়। এসময় ওই ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন
- গাজীপুরে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
- বরগুনায় মেয়ের ধর্ষকের হাতে বাবা খুন
- মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমান
- গাজীপুরে ১০ কারখানায় ছুটি ঘোষণা
- নেত্রকোনায় কিশোরীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পরিবারসহ পলাতক
- গাজীপুরে পোশাক শ্রমিকদের দুই মহাসড়ক অবরোধ, তীব্র যানজট সৃষ্টি
- রাজধানীতে থানায় ঢুকে অতর্কিত হামলা, চার যুবক আটক
- বনানীতে দুই নারীকে চাপা দেওয়া গাড়ির চালক গ্রেপ্তার