হিযবুত তাহরীর নিষিদ্ধ সংগঠন, তাদের সব কার্যক্রম অপরাধ : পুলিশ হেডকোয়ার্টার্স
শুক্রবার, ৭ মার্চ, ২০২৫ ০১:৫৬ পিএম | আপডেট: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫ ০১:৫৭ পিএম

পুলিশ হেডকোয়ার্টার্স হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী হিযবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।
আজ শুক্রবার (৭ মার্চ) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
বৃহস্পতিবার (৬ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ কোনো সংগঠন সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, হিযবুত তাহরীর বাংলাদেশের আইনানুযায়ী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে আজ বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছে হিযবুত তাহরীরের কিছু সদস্য। তারা অনুষ্ঠান সফল করতে বায়তুল মোকাররম এলাকায় জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন
- টাঙ্গাইলে সাবেক এমপির বাড়ি দখল-চাঁদাবাজির অপরাধে সমন্বয়ক গ্রেপ্তার
- আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
- ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে : আসিফ মাহমুদ
- নারী দিবসে অদম্য নারীদের হাতে পুরষ্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
- ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- সংস্কার কম চাইলে ডিসেম্বরে, আর বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন
- পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল এলো দেশে
- ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা : নৌ পরিবহন উপদেষ্টা