পাবনায় ৮শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ০৮:১৯ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ০৮:১৯ পিএম

পাবনার আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের (এবি ট্রাস্ট) উদ্যোগে ৮শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কুঠিপাড়া আহেদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়।
ইফতার বিতরণ কর্মসূচি উদ্ভোধন করেন এবি ট্রাস্টের চেয়ারম্যান, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী, শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মশিউর রহমান মন্ডল এবং অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান।
এছাড়া পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পাবনায় শিমুল বিশ্বাস এর উদ্যোগে বিগত সময় থেকে সাধারণ জনগণের সেবায় কাজ হচ্ছে, যা চলমান রয়েছে। এই মানব সেবার কাজ এগিয়ে নিতে জেলা প্রশাসক এর তরফ থেকে সাহায্য করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
আরও পড়ুন
- লক্ষ্মীপুরে গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ
- ঈদের কেনাকাটা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, পাবনায় প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা
- গাজীপুরে একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার
- দেশের ১৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
- টঙ্গীতে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- অভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ, মূল হোতা গ্রেপ্তার
- ঈদের ছুটি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পুর্বাভাস