পাকিস্তান থেকে ২৬ হাজার টন চাল এলো দেশে
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ০১:০৪ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ০১:০৫ পিএম

পাকিস্তান থেকে সরকারি উদ্যোগে আমদানি করা ২৬ হাজার ২৫০ টন চালের প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ।
গতকাল বুধবার দুপুর ২টার দিকে জাহাজটি বন্দরের কনটেইনার টার্মিনালে নোঙর করে। সব কিছু ঠিক থাকলে রাতেই চাল খালাস শুরু হবে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক।
স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ-পাকিস্তান সরকারি ব্যবস্থায় সরাসরি বাণিজ্য চালু হলো।
দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে (জিটুজি) সই করা চুক্তির আওতায় কেনা চালের প্রথম চালান এসেছে। খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তর জানিয়েছে, পাকিস্তান থেকে ৫০ হাজার টন আতপ চাল আমদানি নিয়ে গত ১৪ জানুয়ারি ঢাকায় সরকারি পর্যায়ে একটি সমঝোতা স্মারক সই হয়।
খাদ্য অধিদপ্তর এবং ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জিটুজি ভিত্তিতে আমদানির জন্য ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুল খালেক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় চালের প্রথম চালান নিয়ে আসা জাহাজটি গত ৪ মার্চ রাত ২টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। গতকাল বুধবার দুপুর ২টায় জাহাজটি বন্দরের সিসিটি-১-এ ভিড়েছে।
আরও পড়ুন
- টাঙ্গাইলে সাবেক এমপির বাড়ি দখল-চাঁদাবাজির অপরাধে সমন্বয়ক গ্রেপ্তার
- আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
- ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে : আসিফ মাহমুদ
- নারী দিবসে অদম্য নারীদের হাতে পুরষ্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
- হিযবুত তাহরীর নিষিদ্ধ সংগঠন, তাদের সব কার্যক্রম অপরাধ : পুলিশ হেডকোয়ার্টার্স
- ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- সংস্কার কম চাইলে ডিসেম্বরে, আর বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন
- ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা : নৌ পরিবহন উপদেষ্টা