ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা : নৌ পরিবহন উপদেষ্টা
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ১২:৩৯ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ১২:৪০ পিএম

লঞ্চের সিরিয়াল ব্রেক করা যাবে না, যদি কেউ এটা করে তার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ঈদুল ফিতরে নৌপথের যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি সভা শেষে ব্রিফিংয়ে এসব বলেন নৌ উপদেষ্টা।
তিনি বলেন, ১৫ রমজান থেকে নির্ধারিত ভাড়ার বাইরে কোনো লঞ্চ মালিক ভাড়া নেবেন না। প্রত্যেক লঞ্চে একজন করে কমান্ডার আর তিনজন করে আনসার থাকবে।
তিনি জানান, অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। এ ব্যাপারে নৌ বাহিনীকে বলা আছে। প্রয়োজনে গ্রেপ্তারের ক্ষমতা দেয়া আছে নৌ পুলিশকে। লঞ্চ ঘাটের ভিড় কমাতে হবে। যারা ঘাট ইজারা নেবেন তাদেরকে মনিটর করা হবে।
নৌ উপদেষ্টা আরও বলেন, যারা লঞ্চে যাতায়াত করে তারা অতি সাধারণ মানুষ। তাদের হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। যা যা সিদ্ধান্ত হয়েছে যারা এগুলো মানবে না তাদেরকে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন
- শেখ পরিবারের নামে থাকা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন
- অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন
- টাঙ্গাইলে সাবেক এমপির বাড়ি দখল-চাঁদাবাজির অপরাধে সমন্বয়ক গ্রেপ্তার
- আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
- ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে : আসিফ মাহমুদ
- নারী দিবসে অদম্য নারীদের হাতে পুরষ্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
- হিযবুত তাহরীর নিষিদ্ধ সংগঠন, তাদের সব কার্যক্রম অপরাধ : পুলিশ হেডকোয়ার্টার্স
- ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা