মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিকুর রহিম
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ১২:০৪ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ১২:০৪ পিএম

প্রায় দুই দশকের ওয়ানডে ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় অবসরের ঘোষণা দেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সতীর্থরা আজ তাকে দিয়েছে গার্ড অব অনার।
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে মুশফিক মাঠে নেমেছেন রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে।
এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। প্যাড-গ্লাভস পরে মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ম্যাচ শুরুর আগে দুই সারিতে দাঁড়ান মোহামেডানের ক্রিকেটাররা, মাঝখান দিয়ে মাঠে নামেন মুশফিক। এখানেও অবশ্য জাতীয় দলের কয়েকজন সতীর্থকে পাশে পেয়েছেন।
তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদ উল্লাহ ও মেহেদী হাসান মিরাজও খেলছেন মোহামেডানের হয়ে। গার্ড অব অনারের সময় ছিলেন তারাও।
ওয়ানডেতে ১৯ বছরের অসাধারণ ক্যারিয়ার মুশফিকুর রহিমের। এই ফরম্যাটে ২৭৪ ম্যাচ খেলে ৯ সেঞ্চুরি ও ৪৯ ফিফটিতে ৩৬.৪২ গড়ে মোট ৭৭৯৫ রান করেছেন।
এই সংস্করণে তামিমের পর বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তিনি।
আরও পড়ুন
- চ্যাম্পিয়ন্স ট্রফি : ফাইনালে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
- চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতা নিয়ে দেশে ফিরলেন টাইগাররা
- চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ আজ
- চ্যাম্পিয়ন্স ট্রফি : বিশাল লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয়
- হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু বাংলাদেশের
- ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
- ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- এমবাপ্পের হ্যাট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল