রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুল্যান্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
সোমবার, ৩ মার্চ, ২০২৫ ১২:১৭ পিএম | আপডেট: সোমবার, ৩ মার্চ, ২০২৫ ১২:১৭ পিএম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি চেকপোস্টে ট্রাক-অ্যাম্বুল্যান্স মুখোমুখি সংঘর্ষে রোগী ও চালকসহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজাবাড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্রের সামনে রাজশাহী-চাঁপাই মহাসড়কে রাজাবাড়ি চেকপোস্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ট্রাক-অ্যাম্বুল্যান্স মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং গুরুতর আহত হন চারজন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন— হোসেনীগঞ্জ বলিয়া এলাকার মৃত আব্দুল মাসুদের ছেলে অ্যাম্বুল্যান্সচালক জাফর ইকবাল, ঠাকুরযৌবনপাড়ার মুনির স্ত্রী সুন্দরী (৬০), একই এলাকার আদরি। আহতরা হলেন- সুমি রানী (৪০), সুভেন (৪২), ওয়াসিম (৩৫)।
গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন বলেন, ‘আজ সোমবার ভোরের দিকে অ্যাম্বুল্যান্সটি অসুস্থ সুন্দরীকে নিয়ে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিল।
পথে রাজাবাড়ী চেকপোস্ট ও যুব উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্রের সামনে পৌঁছলে ট্রাকের সঙ্গে অ্যাম্বুল্যান্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং চারজন আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে।
আরও পড়ুন
- সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে
- সেহরির খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৬
- ঢকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২
- ঘন কুয়াশায় গোপালগঞ্জে ৪ যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২০
- গাজীপুরে সবজি বোঝাই পিকআপ ভ্যান উল্টে ৩ জন নিহত
- ঘন কুয়াশায় ঢাকা-রংপুর মহাসড়কে ৬টি পরিবহন দুর্ঘটনা, আহত ২৫
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩