আল-আকসায় তারাবি নামাজ আদায়
রবিবার, ২ মার্চ, ২০২৫ ১১:৩৯ এএম | আপডেট: রবিবার, ২ মার্চ, ২০২৫ ১১:৩৯ এএম

আল-আকসা মসজিদে তারাবির নামাজ আদায় করেছেন হাজারও ফিলিস্তিনি। ইসরাইলি বাহিনীর কঠোর বিধিনিষেধ এবং কড়াকড়ি ব্যবস্থার মধ্যেও শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের প্রথম তারাবি আদায় করেছেন তারা।
সাফা নিউজ এজেন্সির বেশকিছু ফুটেজে দেখা গেছে, ইসরাইলি বাহিনী শিশুদের হয়রানি করছে এবং ভয় দেখাচ্ছে, তল্লাশি চালাচ্ছে এবং মুসল্লিদের নামাজের জন্য মসজিদে প্রবেশে বাধা দিচ্ছে। ৫৫ বছরের কম বয়সি পুরুষ এবং ৫০ বছরের কম বয়সি নারীদের মসজিদে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।
এর আগে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদের চারপাথে অতিরিক্ত বিধি-নিষেধ আরোপ করে ইসরাইল। রমজানের শুরুতেই এই বিধিনিষেধ জারি করা হয়। পবিত্র রমজান মাসে যেন ফিলিস্তিনিরা সেখানে প্রবেশ করতে না পারে সেজন্যই এই বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ৫৫ বছরের বেশি বয়সি পুরুষ এবং ৫০ বছরের বেশি বয়সি নারীরাই আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি পাবেন। তবে সাম্প্রতিক সময়ে ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিরা রমজানের সময় আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। আলজাজিরা।
আরও পড়ুন
- ‘র’ এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো ভারত
- ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' এর ওপর মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশ
- গাজায় ইসরায়েলি হামলায় হামাস মুখপাত্র নিহত
- বাংলাদেশের জনগণ ও ড.ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছা, সম্পর্ক জোরদারের ইঙ্গিত
- গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত আরও ৬০
- গাজার হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত
- প্রেসিডেন্ট এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল তুরস্ক
- ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত