কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
শনিবার, ১ মার্চ, ২০২৫ ১০:০৭ এএম | আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫ ১০:০৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. আল-আমিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ শনিবার (১ মার্চ) সকালে কসবা থানার ওসি মোহাম্মদ আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন ।
নিহত আল-আমিন উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
এর আগে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কসবার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তের ওপারে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে আহত হন আল-আমিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ বিএসএফ ক্যাম্পে রয়েছে।
এ বিষয়ে বায়েক ইউনিয়নের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হয়েছেন। তবে কী কারণে গুলি করেছে সেটা এখনও বলা যাচ্ছে না।
আরও পড়ুন
- লক্ষ্মীপুরে গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ
- ঈদের কেনাকাটা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, পাবনায় প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা
- গাজীপুরে একই পরিবারের তিন জনের লাশ উদ্ধার
- দেশের ১৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি
- টঙ্গীতে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- অভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ, মূল হোতা গ্রেপ্তার
- ঈদের ছুটি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পুর্বাভাস