1. »
  2. সমগ্র দেশ

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশের উত্তরাঞ্চল

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:০৬ এএম | আপডেট: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:০৬ এএম

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশের উত্তরাঞ্চল

মধ্যরাতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে বেশকিছু অঞ্চল। এবার দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় কম্পনটি অনুভূত হয়। 

গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ৩টা ৬ মিনিটে রাজশাহী, জয়পুরহাট, ঠাকুরগাঁওসহ বেশকিছু অঞ্চলে কম্পন অনুভূত হয়।

ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫ এবং উৎপত্তিস্থল ছিল নেপাল-চীন সীমান্তবর্তী কোদারী এলাকা থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে। উৎপত্তিস্থলে গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়।

ভারতীয় মিডিয়া দ্য টাইমস অব ইন্ডিয়া বলছে, নেপালের ভূমিকম্পে বিহার ও শিলিগুড়িতেও কম্পনটি অনুভূত হয়েছে।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাতেও ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৩।

এছাড়া গত মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। বঙ্গোপসাগরই এই ভূমিকম্পের উৎসস্থল। ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশাতেও এই কম্পন অনুভূত হয়েছে। উৎসস্থলের গভীরতা ছিল ৯১ কিলোমিটার।

উল্লেখ্য, বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে।