1. »
  2. রাজনীতি

নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি' যাত্রা শুরু করছে আজ

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:০০ এএম | আপডেট: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:১১ এএম

নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি' যাত্রা শুরু করছে আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) নামে আত্মপ্রকাশ করছে তরুণদের নতুন রাজনৈতিক দল। ইংরেজিতে দলের নাম হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’। দলটির শীর্ষ নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম ও আখতার হোসেন। 

আজ শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ে দলটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করবে।

দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে শেষ সময়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন নতুন দলটিতে যোগদান করা নেতাকর্মীরা।

এদিকে দলের শীর্ষ পদগুলোতে কাদের দায়িত্ব দেওয়া হচ্ছে তাও চূড়ান্ত করা হয়েছে। আহ্বায়ক পদে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে। এর পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে নতুন দলটিতে প্রধান সমন্বয়ক পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদকে দেওয়া হয়েছে যুগ্ম সমন্বয়ক পদের দায়িত্ব। এ ছাড়া নতুন দলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণ) ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমকে মুখ্য সংগঠকের (উত্তর) দায়িত্ব দেওয়া হয়েছে। আর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন ও দপ্তর সম্পাদক পদে সালেহ উদ্দিন সিফাতকে চূড়ান্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় বৈঠক শেষে নতুন দলের নাম ও কমিটির নেতৃত্বে কে কে থাকবেন সেসব সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে নতুন সৃজন করা জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদের দায়িত্ব কাকে দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি। নাগরিক কমিটির একটি বিশ্বস্ত সূত্র বলছে, যুগ্ম সদস্যসচিব পদে জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, মনিরা শারমিন, নাহিদা সরোয়ার নিভা, নির্বাহী কমিটির সাবেক সদস্য নুসরাত তাবাসসুম ও নারী বিষয়ক সেলের সাবেক প্রধান সাদিয়া ফারজানা দিনাসহ একাধিক প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে। 

এর মধ্যে নারীবিষয়ক সেলের সাবেক প্রধান সাদিয়া ফারজানা দিনা ও নির্বাহী কমিটির সাবেক সদস্য নুসরাত তাবাসসুম ভোটে এগিয়ে আছে বলে জানা গেছে। তবে বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ ছাড়া দলের নির্বাচনী প্রতীক কী হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে প্রতীক হিসেবে বৈঠকে জাতীয় মাছ ইলিশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আর নতুন দলে শীর্ষ ৯ পদসহ ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হচ্ছে বলে জানা গেছে। এই ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা, আরিফুল ইসলাম আদীব, সাবেক যুগ্ম সদস্যসচিব অনিক রায়, মাহবুব আলম ও অলিক মৃকে রাখা হয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল ও মুখপাত্র উমামা ফাতেমাকেও দলের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।

নাগরিক কমিটির সূত্রে জানা যায়, আজ বিকেলে আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের নাম ও শীর্ষ ৯ পদে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে। বাকি ১৪২ পদে মনোনীত ব্যক্তিদের নাম পরে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপিসহ অন্যান্য গণতান্ত্রিক সমমনা রাজনৈতিক দলকে। 

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে সব শহীদের পরিবার, আহত ব্যক্তিদের, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ও সব শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন দলের শীর্ষস্থানীয় নেতাদের ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের বক্তব্যের মধ্য দিয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের সমাবেশ স্থলের অনুমতি নিতে গতকাল সন্ধ্যা ৬টার দিকে ডিএমপিতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শৃঙ্খলা কমিটির প্রতিনিধিদল। কমিটির সদস্য হামযা মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।