1. »
  2. রাজনীতি

যেকোনো মূল্যে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে : তারেক রহমান

সংবাদদাতা: মোজাহিদ বিল্লাহ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:১২ পিএম | আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:১২ পিএম

যেকোনো মূল্যে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে : তারেক রহমান

ভোট মানুষের অধিকার, যেকোন মূল্যে এ অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে যেকোন মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি)  খুলনা মহানগর বিএনপি'র দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, "গণতন্ত্রের ভিত্তিতে আমরা আমদের দলকে পরিচালিত করব। কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন এটি আমার কোনো আইডিয়া না, এটি বিএনপির গঠনতন্ত্রিক নিয়ম। এটি গঠনতন্ত্রের মধ্যে উল্লেখ করা আছে। কিভাবে আমরা দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত পরিচালিত করবো।"

তিনি আরও বলেন, "আমরা ধারাবাহিক ভাবে ঐ মানুষগুলোকে খুঁজে বের করব যারা জনগণের সমস্যার কথা বলবে, অধিকারের কথা বলবে। বর্তমানে পুরোপুরি ভাবে সফল না হতে পারলেও এই গণতন্ত্রের পথ ধরে থাকলে আমরা কিছুদিন পরে ঠিকই সফল হবো।" 

উদাহরণ স্বরূপ তিনি বলেন , "পানি ফিল্টার যেমন কয়েকটি স্তর থাকে। প্রথম বা দ্বিতীয় স্তরেই যেমন পানি পুরোপুরি পরিষ্কার হয় না। তেমনি গণতন্ত্র আমাদের প্রাকটিস করতে হবে। আমরা কয়েকটি স্তর পরে একসময় সফল হবই।"

তারেক রহমান বলেন, "গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনেক মানুষ নির্যাতিত হয়েছে। গত জুলাই-আগষ্টে কিভাবে ছাত্র-জনতাকে হত্যা করেছে। আমাদের যে কোনো মূল্যে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিসেবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই আমরা সর্বনাশের খাদের কিনারা থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারবো।"

তিনি বলেন, "বেগম খালেদা জিয়া অনেক আগেই বলেছিলেন- হাসিনা সব ধ্বংস করে পালিয়ে যাবে এবং তা হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা লুটপাট করে সব ধ্বংস করে পালিয়ে গেছে।"

এখন আমাদের অযাচিত নিজেদের মধ্যে প্রতিযোগিতা না বাড়িয়ে; শিক্ষা, স্বাস্থ্য ,দ্রব্য মূল্যের উর্ধগতির দিকে নজর দিতে হবে। আমাদের স্বাস্থ্য উন্নয়নে নজর দিতে হবে।আমাদের লক্ষ্য অনেক বড়, অনেক কাজ করতে হবে। আমরা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা যুক্তরাজ্যের আদলে গড়ে তুলতে চাই। সে জন্য আমাদের সঠিক মানুষকে নির্বাচিত করতে হবে।"