1. »
  2. রাজনীতি

চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০৯ পিএম | আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০৯ পিএম

চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলের নেতারা এ সফরে অংশ নিচ্ছেন।

গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) ছাত্রদলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিনিধিদলটি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

প্রতিনিধিদলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা রয়েছেন। এছাড়া, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারাও সফরে অংশ নিচ্ছেন।

এর আগে, ২০২৪ সালের ৭ নভেম্বর বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে গিয়েছিল।