1. »
  2. সমগ্র দেশ

ঝিনাইদাহে তিনজনকে গুলি করে হত্যা, নিষিদ্ধ সংগঠনের দায় স্বীকার

শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৪২ পিএম | আপডেট: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৪২ পিএম

ঝিনাইদাহে তিনজনকে গুলি করে হত্যা, নিষিদ্ধ সংগঠনের দায় স্বীকার

ঝিনাইদহের শৈলকুপায় তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় নিষিদ্ধ চরমপন্থি সংগঠন জাসদ গণবাহিনী দায় স্বীকার করেছে। 

গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ক্যানেলের পাশ থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

হত্যার বিষয়ে চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু দায় স্বীকার করে গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছেন।

চরমপন্থী নেতা কালু পরিচয় দিয়ে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর, খুলনাবাসীর উদ্দেশে জানানো যাচ্ছে, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারী, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকুণ্ডুনিবাসী হানিফ তাঁর দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। এই অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো, অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে।’

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ৮টার দিকে শ্মশান ঘাট এলাকায় গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ এসে তিনজনের মরদেহ এবং দু’টি মোটরসাইকেল উদ্ধার করে।

নিহতরা হলেন, হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের হানিফ আলী ও তার শ্যালক লিটন হোসেন, এবং কুষ্টিয়ার বাসিন্দা রাইসুল ইসলাম। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।