৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:০৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:২৩ পিএম

দুবাইয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। মাত্র ৩৫ রানেই হারিয়েছে পাঁচ উইকেট! প্রথম ওভারেই মোহাম্মদ শামির আগুনঝরা বোলিংয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার, এরপর হার্শিত রানার বলে বাজে শটে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর পরে মিরাজ, তানজিত তামিম ও মুশফিককের উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ।
টসে জিতে ব্যাটিং নেওয়ার পর বাংলাদেশ আশা করেছিল ভালো শুরুর। কিন্তু মোহাম্মদ শামির প্রথম ওভারেই বিপর্যয়। ৫ বল খেলে কোনো রান না করে উইকেট কিপারের হাতে ক্যাচ দেন সৌম্য। এরপর শান্তও সুবিধা করতে পারেননি। হার্শিত রানার বলে কাভারে সহজ ক্যাচ দেন বিরাট কোহলির হাতে। মাত্র ১ রানেই বাংলাদেশ হারায় ২ উইকেট! মহম্মাদ সামির বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। দলের ৩৫ রানে আক্সার প্যাটেলের বলে কে এল রাহুলের হাতে ক্যাচ দেন তানজিত তামিম এবং সর্বশেষ কোনো রান যোগ না করে আউট হন অভিজ্ঞ মুশফিক।
এতে করে এ ম্যাচে আখনো পর্যন্ত ০ রানে বাংলাদেশের ৩ জন ব্যাটার আউট হয়েছেন।
এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মোস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হার্শিত রানা, মোহাম্মদ শামি, কুলদ্বীপ যাদব।
আরও পড়ুন
- চ্যাম্পিয়ন্স ট্রফি : ফাইনালে আজ মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
- মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিকুর রহিম
- চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতা নিয়ে দেশে ফিরলেন টাইগাররা
- চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ আজ
- চ্যাম্পিয়ন্স ট্রফি : বিশাল লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয়
- হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু বাংলাদেশের
- ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- এমবাপ্পের হ্যাট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল