'ফ্যাসিস্টদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বিএনপি মেনে নেবে না'
বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ০৩:১৮ পিএম | আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ০৩:১৮ পিএম

ক্ষমা প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের নেতাদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়ার পায়তারাকে বিএনপি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচিতে এ মন্তব্য তিনি। সেই সাথে এ ধরনের সিদ্ধান্ত প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এই সরকার ব্যর্থ হলে আরও একটি সরকার গঠনে পরিকল্পনা করবে বিএনপি। বর্তমান সরকারের সফলতা কামনা করে তিনি বলেন, দ্রুত গঠনমূলক আলোচনার মাধ্যমে নির্বাচনের পথে হাঁটতে হবে।
এ সময় ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের মধ্যে ৭০০ জনই ছাত্র দলের। কর্মসূচিতে ছাত্র দলের আদর্শ মেনে দলে যোগ দিতে ইচ্ছুক শিক্ষার্থীদের হাতে সদস্য ফরম বিতরণ করা হয়।
আরও পড়ুন
- চন্দনাইশে অসহায় গিয়াস উদ্দিনের পরিবারের পাশে তারেক রহমান
- নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল
- সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ
- গণহত্যা চালানোয় ফ্যাসিস্ট হাসিনাকে পালাতে হয়েছে : সেলিমা রহমান
- স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচী ঘোষণা
- চাঁদাবাজি মামলায় নতুন দল এনসিপির প্রতিনিধি গ্রেফতার
- মুক্তিযুদ্ধ এবং গণঅভ্যুত্থানকে এক কাতারে রাখা সমুচিত নয়: সালাহউদ্দিন আহমেদ
- ভোটারের বয়স ১৬, প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব দেবে এনসিপি