কুয়েটে সংঘর্ষের কারণ অনুসন্ধানে টিম পাঠাচ্ছে ছাত্রদল
বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৩৬ এএম | আপডেট: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৩৬ এএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধান করতে কেন্দ্রীয় সংসদ থেকে টিম পাঠাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরেজমিন তদন্ত করে সংঘর্ষের কারণ সম্পর্কে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করতেও বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উদ্ভূত পরিস্থিতির কারণ অনুসন্ধান করতে ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ও সোহেল রানাকে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদকে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
গতকাল কথা-কাটাকাটির একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাসের আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দফায় দফায় এ সংঘর্ষ চলে বিকেল পাঁচটা পর্যন্ত। এতে কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ সংঘর্ষের সূত্রপাত নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।
ছাত্রদলের নেতা-কর্মীরা বলছেন, বৈষম্যবিরোধীদের ব্যানারে বের করা মিছিল থেকে প্রথমে আক্রমণ করা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের হামলার পাল্টা অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
আরও পড়ুন
- চন্দনাইশে অসহায় গিয়াস উদ্দিনের পরিবারের পাশে তারেক রহমান
- নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল
- সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ
- গণহত্যা চালানোয় ফ্যাসিস্ট হাসিনাকে পালাতে হয়েছে : সেলিমা রহমান
- স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচী ঘোষণা
- চাঁদাবাজি মামলায় নতুন দল এনসিপির প্রতিনিধি গ্রেফতার
- মুক্তিযুদ্ধ এবং গণঅভ্যুত্থানকে এক কাতারে রাখা সমুচিত নয়: সালাহউদ্দিন আহমেদ
- ভোটারের বয়স ১৬, প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব দেবে এনসিপি