তিস্তা অভিমুখী বিএনপির দুই দিনের কর্মসূচি শুরু আজ
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:২৩ এএম | আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:২৩ এএম

অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে তিস্তা অভিমুখে দুই দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি ও তাদের মিত্ররা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (১৭ ফেব্রুয়ারি) গাইবান্ধায় এই কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) লালমনিরহাট সীমান্তে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি সূত্র জানায়, ‘জাগো বাহে-তিস্তা বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নিয়েছে বিএনপিসহ মিত্র রাজনৈতিক দলগুলো। টানা ৪৮ ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি চলবে।
উত্তরের পাঁচ জেলা—লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর ১১টি স্থানে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিএনপির পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারাও অংশ নেবেন।
আন্দোলনের উদ্যোক্তারা জানিয়েছেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অভিমুখে পদযাত্রা করা হবে। একইসঙ্গে নদীর দুই তীরে ২৩০ কিলোমিটারজুড়ে অবস্থান কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।
পদযাত্রার বিভিন্ন স্থানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদু। উপস্তিত থাকবেন, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
প্রসঙ্গত, তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যা সমাধান এবং দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন
- চন্দনাইশে অসহায় গিয়াস উদ্দিনের পরিবারের পাশে তারেক রহমান
- নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল
- সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ
- গণহত্যা চালানোয় ফ্যাসিস্ট হাসিনাকে পালাতে হয়েছে : সেলিমা রহমান
- স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচী ঘোষণা
- চাঁদাবাজি মামলায় নতুন দল এনসিপির প্রতিনিধি গ্রেফতার
- মুক্তিযুদ্ধ এবং গণঅভ্যুত্থানকে এক কাতারে রাখা সমুচিত নয়: সালাহউদ্দিন আহমেদ
- ভোটারের বয়স ১৬, প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব দেবে এনসিপি