ঢকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:৫১ এএম | আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:২৩ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ৫টি গাড়ির সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
ঢাকামুখী লেনে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ঘন কুয়াশার কারণে একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকার ঢাকামুখী লেনে একটি গাড়ি অপর গাড়ির পেছন হতে ধাক্কা দিলে মোট ৫টি গাড়ির দুর্ঘটনা কবলিত হয়। এ সময় ২০ জন আহত হয়েছে। অহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে বাস ও ট্রাক রয়েছে। আমাদের লোক ওখানে কাজ করছে।
আরও পড়ুন
- সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন নিয়ন্ত্রণে
- সেহরির খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ ৬
- রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুল্যান্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১২
- ঘন কুয়াশায় গোপালগঞ্জে ৪ যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২০
- গাজীপুরে সবজি বোঝাই পিকআপ ভ্যান উল্টে ৩ জন নিহত
- ঘন কুয়াশায় ঢাকা-রংপুর মহাসড়কে ৬টি পরিবহন দুর্ঘটনা, আহত ২৫
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩