1. »
  2. খেলার মাঠ

শেষ পর্যন্ত বাটলারের অধীনেই অনুশীলনে রাজি সেই ১৮ নারী ফুটবলার

রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:৫৬ পিএম | আপডেট: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:৫৬ পিএম

শেষ পর্যন্ত বাটলারের অধীনেই অনুশীলনে রাজি সেই ১৮ নারী ফুটবলার

শেষ পর্যন্ত কোচ পিটার জেমস বাটলারের অধীনে অনুশীলন করতে রাজি হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ১৮ নারী ফুটবলার।

আজ রোববার বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণের সাথে মিটিং শেষে অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন সাবিনা খাতুনসহ ১৮ জন। তবে এখনই তাদের অনুশীলনে নেয়া হচ্ছে না। মাহফুজ আক্তার কিরণ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ জাতীয় দল দু’টি ম্যাচ খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত যাবে। সে উপলক্ষে ক্যাম্প ছুটি হবে। তখন জাতীয় দল যাবে আমিরাতে। আর বিদ্রোহী ফুটবলার চলে যাবেন যার যার বাড়িতে। এরপর আবার যখন ক্যাম্প শুরু হবে তখনই বাটলারের অধীনে যোগ দিবেন সাবিনা, নীলা, সানজিদা, মনিকা, মারিয়ারা।

তবে ওই ক্যাম্পে এই বিদ্রোহীদের সবাই ডাক পাবেন কি না তা নিয়ে প্রশ্ন আছে। কারণ বাফুফের বিশেষ কমিটি শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করেছে এই বিদ্রোহীদের। হয়তো তখন কয়েকজন খেলোয়াড়কে ক্যাম্পে আর নাও ডাকা হতে পারে।

এর আগে নানান অভিযোগে হেড কোচ পিটার বাটলারের অধিনে অনুশীলন না করার কথা বলেন নারী জাতীয় দলের ১৮ ফুটবলার। তারা বলেন, যদি এই বর্তমান কোচকে  সড়ানো না হয় তাহলে আমরা আর খেলায় ফিরবো না। অভিযোগে বলা হয়, কোচ বাটলার সবসময় তাদের ব্যাক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে। দৈনন্দিন সকল বিষয়ের ব্যাপারে জানতে চায়। আমরা আমাদে ব্যাক্তিগত স্বাধীনতা পাই না।