হাসিনার সাজানো বাহিনী বিএনপি নেতাকর্মীদের ঘর থেকে টেনে বের করে হত্যা করেছে : রিজভী
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০২:৩৪ পিএম | আপডেট: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০২:৩৯ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পলাতক সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনার সাজানো আইন সৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের তাদের ঘর থেকে টেনে হিচড়ে বের করে গুম ও হত্যা করেছে।
আজ রবিবার নারায়নগঞ্জের নবগঠিত কমিটির উদ্যগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, আমরা একটি ঐতিহাসিক মুহুর্ত পার করে এসেছি। এক সময় আমরা গণতন্ত্রের চর্চা-অনুশীলন করতে পরতাম না। অনুষ্ঠান সভা-সমাবেশ করতে পারতাম না। কথ বলতে পারতাম না। সবসময় আমাদের নেতাকর্মীদে বিভিন্নভাবে হয়রানি নির্যাতন করা হয়েছে। গুম-খুন, গুপ্ত হত্যা করা হয়েছে।
তিনি বলেন, নারায়নগঞ্জে সামীম ওসমান ছিল মাফিয়াও সন্ত্রাসী। বিএনপির নতুন টুকুর কমিটি জনগনের আস্থা হিসেবে কাজ করবে। আমাদের গণতন্ত্রের চুড়ান্ত পর্যায়ে যাওয়ার এখনো অনেক কাজ বাকি। আমার বিশ্বাস এই কমিটি জনগণের আশা- আখাঙ্কা পুরণ করবে।
হাসিনা পালয়ে যেতে বাধ্য হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, আমরা হাসিনাকে পরাজিত করে পালিয়ে যেতে বাধ্য করেছি। কিন্ত যাওয়ার আগে আমাদের সব শেষ করে দিয়ে গেছে। হাসিনার মন্ত্রিরা একেক জন ১-২ হাজার কোটি টাকার মালিক। যারা এ দেশের সাধারণ মানুষের টাকা লুট করে পাচার করে তারা কোনোদিন দেশ প্রেমিক হতে পারে না। তারা বাংলাদেশকে ভালোবাসতে পারে না।
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, আওয়ামী লীগের হাত দিয়ে বার বার গণতন্ত্র হত্যা হয়েছে। শেখ মুজিবের হাতে বাকশালের মাধ্যমে গণতন্ত্র হত্যা হতে দেখেছি। এবার হাসিনা দ্বিতীয় বাকশাল করার জন্য ঘর থকে বিএনপি নেতাকর্মীদের টেনে হিচড়ে বের করে হত্যা করেছে হাসিনার সাজানো আইন সৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন
- চন্দনাইশে অসহায় গিয়াস উদ্দিনের পরিবারের পাশে তারেক রহমান
- নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল
- সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ
- গণহত্যা চালানোয় ফ্যাসিস্ট হাসিনাকে পালাতে হয়েছে : সেলিমা রহমান
- স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচী ঘোষণা
- চাঁদাবাজি মামলায় নতুন দল এনসিপির প্রতিনিধি গ্রেফতার
- মুক্তিযুদ্ধ এবং গণঅভ্যুত্থানকে এক কাতারে রাখা সমুচিত নয়: সালাহউদ্দিন আহমেদ
- ভোটারের বয়স ১৬, প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব দেবে এনসিপি