আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ ধাপ
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:৩৬ পিএম | আপডেট: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:৩৬ পিএম

টঙ্গীর তুরাগতীরে মাওলানা সাদ অনুসারিদের অংশগ্রহণে হেদায়েতি বয়ানের পর অশ্রুসিক্ত নয়নে আখেরি মোনাজাতে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ ধাপ।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২. ৩৮ মিনিটে এই মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাত শেষ হয় ১.০৭ মিনিটে।
ইজতেমা ময়দানে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে ‘আমিন আমিন’ ধ্বনিতে। মানুষের কান্নার সুরে প্রকম্পিত হয় তুরাগতীর। নানা বয়সী ও পেশার মুসল্লিরা মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর দরবারে মনের আকুতি জানান।
এর আগে, রোববার ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির মাওলানা মোরসালিন। তার বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা আজিম উদ্দিন। পরে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় হেদায়েতি বয়ান। এ বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ। এদিকে, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে গাজীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মুসল্লি ইজতেমার ময়দানে এসে উপস্থিত হয়েছেন। তারা সারারাত ইজতেমা মাঠে অবস্থান করেছেন এবং শেষ মুহূর্তের আমল ও মোনাজাতে শামিল হয়েছেন।
ময়মনসিংহ থেকে আসা মুসল্লি আব্দুল করিম বলেন, আমি প্রতিবছর বিশ্ব ইজতেমায় আসার চেষ্টা করি। এখানে এসে আল্লাহর কাছে দোয়া করলে মনটা শান্তি পায়। আখেরি মোনাজাতে অংশ নিতে পেরে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে।
নারায়ণগঞ্জের মুসল্লি মাহমুদুল হাসান বলেন, বিশ্ব ইজতেমা আমাদের জন্য এক বিশেষ নেয়ামত। এখানে এসে দোয়া করলে মনে হয় আল্লাহ আমাদের কবুল করছেন। আমরা দোয়া করেছি যেন আমাদের দেশ-জাতি শান্তিতে থাকে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের এ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
আরও পড়ুন
- দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু
- টঙ্গীর তুরাগ তীরে চলছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা
- চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে মধ্যরাতে দেশ ছাড়ল টাইগাররা
- পবিত্র শবে বরাতে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের
- এজেন্সির গাফলতির কারণে কেউ হজে যেতে না পারলে ব্যবস্থা : ধর্ম উপদেষ্টা
- আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
- শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ
- দেশের ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন-খাদেম পাবেন সম্মানী ভাতা