1. »
  2. আন্তর্জাতিক

আবারও অবৈধ ভারতীয় অভিবাসীদের হাতকড়া ও শিকল পরিয়ে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:১৮ পিএম | আপডেট: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:১৮ পিএম

আবারও অবৈধ ভারতীয় অভিবাসীদের হাতকড়া ও শিকল পরিয়ে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

দ্বিতীয় দফায় ১১৯ জন অবৈধ ভারতীয় অভিবাসীদেরকে হাতকড়া এবং পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। 

গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) একটি মার্কিন সামরিক উড়োজাহাজ অভিবাসীদের নিয়ে অমৃতসর বিমানবন্দরে অবতরণ করেছে। 

এটি ছিল প্রথম দফার পর দ্বিতীয় দফায় ফেরত পাঠানো ভারতীয়দের উড়োজাহাজ।...ভারতীয় অভিবাসীদের হাতকড়া ও শিকল পরিয়ে প্লেনে তোলা হচ্ছে

এর আগে গত ৫ ফেব্রুয়ারি প্রথম দফায় ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিয়ে একটি মার্কিন সামরিক উড়োজাহাজ অমৃতসর বিমানবন্দরে এসে পৌঁছেছিল। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি অনুসারে, যুক্তরাষ্ট্র এসব অবৈধ অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠাচ্ছে। ফেরত আসা ১১৯ জনের মধ্যে ৬৭ জন পাঞ্জাব, ৩৩ জন হরিয়ানা, ৮ জন গুজরাট, ৩ জন উত্তর প্রদেশ এবং অন্যান্য রাজ্য থেকে আগত ছিলেন।

ভারতে ফিরে আসার পর অভিবাসীদের হাতকড়া এবং পায়ে শিকল পরা অবস্থায় পাওয়া যায়। যা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ভারতের পার্লামেন্টে বাজেট অধিবেশনের সময় এই বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দেয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে নিশ্চিত করছে যে, ফেরত পাঠানো অভিবাসীদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার না করা হয়। তিনি আরও বলেন, অবৈধ অভিবাসীদের বিতাড়নের এই প্রক্রিয়া নতুন কিছু নয়, এটি দীর্ঘদিন ধরেই চলছিল।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরের সময় বলেন, ভারত যে কোনো অবৈধ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নেবে, তবে মানব পাচার বন্ধে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন।

মার্কিন দূতাবাস বলেছে, তাদের দেশের অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।