অধ্যাপক হাফিজ কেনেডি বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির মহাসচিব হওয়ায় ইউট্যাবের অভিনন্দন
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৪৩ পিএম | আপডেট: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৪৩ পিএম

বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত মহাসচিব প্রফেসর এএসএম গোলাম হাফিজ কেনেডিকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব)।
গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারী) ইউটাবের সভাপতি অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদারের স্বাক্ষরিত বিজ্ঞিপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও বরেণ্য কৃষি অর্থনীতিবিদ প্রফেসর এএসএম গোলাম হাফিজ কেনেডি অত্যন্ত সৎ, পরীক্ষিত ও দূরদর্শী পেশাজীবী নেতা। আমাদের বিশ্বাস দেশের সামগ্রিক অগ্রগতিতে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমরা প্রত্যাশা করি।
তারা আরও বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইউট্যাব ইউনিট বিশ্বাস করে, নবনির্বাচিত নেতৃত্ব মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জুলাই'২৪ এর গণঅভ্যুত্থানের আদর্শ ও লক্ষ্যকে দৃঢ়ভাবে ধারণ করে কৃষি ও কৃষকের কল্যাণের জন্য নিরলস কাজ করবেন। আমরা তাদের নতুন দায়িত্ব পালনে সর্বোচ্চ সাফল্য কামনা করছি।
আরও পড়ুন
- ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের জানাজা জুমার পর
- ধর্ষণের দ্রুততম বিচারের দাবিতে তিন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ঢাবিতে আল্টিমেটাম
- স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটা বাতিলের আদেশ
- আজ থেকে দীর্ঘ ৪০ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান
- বেসরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
- হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা
- পাঁচ দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের 'একাডেমিক শাটডাউন' কর্মসূচি ঘোষণা
- চার দফা দাবিতে প্রেসক্লাবে অবস্থান নিয়েছেন ম্যাটস শিক্ষার্থীরা