আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকান্ড ছিল আন্তর্জাতিক চক্রান্ত : এ্যাটর্নি জেনারেল
শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:৩২ পিএম | আপডেট: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:৩২ পিএম

আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার একটি আন্তর্জাতিক চক্রান্ত ছিল বিডিআর হত্যাকাণ্ড। ক্ষমতায় আসার ১ মাসের মধ্য বাংলাদেশে আধিপত্যবাদী-দখলদারিত্ববাদী শক্তির কু বুদ্ধিতে আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম হত্যাযজ্ঞ চালায়।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এফডিসিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, ভোটের অধিকার হরণ করার জন্য, নৈরাজ্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটনো হয়েছিল।’
সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া বিডিআর হত্যাকাণ্ড সম্ভব ছিল না জানিয়ে তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের বের করতে হবে।
এসময় ভারতের সমালোচনা করে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘একটি বন্ধু রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নামে বাংলাদেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এখন একজন খুনিকে আশ্রয় দিয়ে প্রতিবেশী রাষ্ট্রটি বাংলাদেশের মুখোমুখি দাঁড়িয়েছে।’
আরও পড়ুন
- মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা : জিএমপি কমিশনার
- বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র
- এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত : প্রধান উপদেষ্টা
- জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
- রেলে লোকসানের বড় কারণ দুর্নীতি ও অপচয় : রেল উপদেষ্টা
- আজ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- স্বাধীনতা দিবসে বাংলাদেশেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
- স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা