1. »
  2. ধর্ম

টঙ্গীর তুরাগ তীরে চলছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:২১ পিএম | আপডেট: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:২১ পিএম

টঙ্গীর তুরাগ তীরে চলছে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা

কড়া নিরাপত্তা বলয়ে টঙ্গীর তুরাগ তীরে চলছে নিজামুদ্দিন অনুসারীদের (সাদ কান্ধলভীপন্থী) বিশ্ব ইজতেমা। আজ ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে বৃহৎ জুমার জামাত। এতে গাজীপুর ও আশপাশের এলাকার লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা সা'দ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

আজ শুক্রবার ফজরের পর বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার (নিজামুদ্দিন)। তার বয়ান তরজমা করেন মুফতি আজিম উদ্দিন। জুমার নামাজের পর বয়ান করবেন ওয়াসিফুল ইসলাম (কাকরাইল)। আসর নামাজের পর বয়ান করবেন হাফেজ মনজুর (নিজামুদ্দিন)। তরজমা করবেন মাওলানা রুহুল আমিন। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা জমশেদ (নিজামুদ্দিন)। তার বয়ান বাংলায় তরজমা করবেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ। 

এদিকে শুক্রবার সকালে ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছেন আলমি মারকাজ নিজামুদ্দিনের আমির মাওলানা সা'দ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট ছেলে ইলিয়াস বিন সাদ।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে থাকেন। বিশেষ করে বিপুলসংখ্যক বিদেশি মুসল্লি বৃহস্পতিবার রাতে ময়দানে এসে অবস্থান নেন।

এবারই প্রথম শবে বরাতের রজনীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের লাখো মুসল্লি শুক্রবার রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাতে ইবাদত বন্দেগিতে মশগুল হবেন বলে জানা গেছে। পবিত্র ও মর্যাদাপূর্ণ এই রজনীতে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হওয়ায় মুসল্লিদের মাঝে বাড়তি এক আবেগ কাজ করছে। ঢাকা ও গাজীপুরের আশপাশের লাখো মুসল্লি মাগরিবের নামাজের পর থেকে ইজতেমার ময়দানে অবস্থান করবেন। বিশ্ব ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের মাওলানা সা'দ কান্ধলভীর অনুসারীরা।

আগামীকাল শনিবার বাদ ফজর বয়ান করবেন ইলিয়াস বিন সাদ। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ, তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।