লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল : ড. জাহিদ
বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:১৯ এএম | আপডেট: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:১৯ এএম

সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।
গতকাল মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। খালেদা জিয়ার চিকিৎসা তার বাসা থেকে হচ্ছে জানিয়ে ডা. জাহিদ বলেন, মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেয়া হয় সেগুলো করানো হচ্ছে।
তিনি আরও বলেন, ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল জানিয়ে দেশবাসীর দোয়া কামনা করেন তিনি।
বেগম জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, লন্ডনের চিকিৎসকরা যেদিন উনাকে যাওয়ার জন্য পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থার মধ্যে আছেন তখনি তিনি দেশে ফিরবেন।
গত ৮ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসক প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া।
আরও পড়ুন
- বদলে যাচ্ছে পুলিশের লোগো, বাদ পড়ছে নৌকা
- নববর্ষের শোভাযাত্রার নাম বদলে এখন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
- পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ
- বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের : ড.ইউনূস
- বিনিয়োগ সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা
- মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা : জিএমপি কমিশনার
- বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র
- এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত : প্রধান উপদেষ্টা