গ্রেপ্তার ফ্যাসিবাদের দোসররা যেন জামিন না পায় : স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৪৭ এএম | আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৪৭ এএম
গ্রেপ্তার ফ্যাসিবাদের দোসররা যেন জামিন না পায় সে বিষয়ে সতর্ক থাকতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব বলেন।
এসময় উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচারের লোকরা বর্তমানে নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দিচ্ছে। সবাইকে আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
উপদেষ্টা বলেন, ইতোমধ্যে উল্লেখযোগ্য অপরাধী গ্রেপ্তার হয়েছে। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে৷ কোনো সন্ত্রাসী ফ্যাসিবাদের দোসর যেন জামিন না পায় সতর্ক থাকুন। তারা জামিন পেয়ে যদি আবারও অপরাধে জড়ায় সেটা কোনোভাবেই কাম্য না।
এসময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, পতিত ফ্যাসিস্টের লক্ষ লক্ষ টাকায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। এজাহার সুন্দর করে লেখেন। তথ্য দেন। হুট হাট করে কাউকে জামিন দেবেন না।
আরও পড়ুন
- বদলে যাচ্ছে পুলিশের লোগো, বাদ পড়ছে নৌকা
- নববর্ষের শোভাযাত্রার নাম বদলে এখন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
- পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ
- বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের : ড.ইউনূস
- বিনিয়োগ সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা
- মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা : জিএমপি কমিশনার
- বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র
- এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত : প্রধান উপদেষ্টা