1. »
  2. সমগ্র দেশ

নামাজরত মুসল্লির ওপর আ'লীগ সন্ত্রাসীদের নৃশংস হামলা

সংবাদদাতা: মোজাহিদ বিল্লাহ রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:৩০ পিএম | আপডেট: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:৪০ এএম

নামাজরত মুসল্লির ওপর আ'লীগ সন্ত্রাসীদের নৃশংস হামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন নামাজরত মুসল্লির ওপর চাপাতি-লাঠি-দা ইত্যাদি দিয়ে নৃশংসভা হামলা চালাচ্ছে স্বৈরাচার সন্ত্রাসী দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ভিডিয়োটি লক্ষাধিক শেয়ার হয়েছে।

সম্প্রতি ভাইরাল ভিডিয়োটি কবে বা কখন প্রকাশিত হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।  তবে ধারণা করা যাচ্ছে ,ভিডিয়োটি স্বৈরাচারী হাসিনা সরকার জোর করে ক্ষমতায় বলবৎ থাকা সময়ের।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, কিছু সন্ত্রাসী হাতে ধারালো অস্ত্র নিয়ে একটা মসজিদের বারান্দার সামনে পায়চারি করছে। তাদের হাতে ছিল- দা, লোহার পাইপ সহ অনেক অস্ত্র। জামাতের নামাজ চলছিল। এমন অবস্থায় নামাজের রুকু সেজদা শেষে মধ্য বৈঠকে বসেন মুসল্লিগণ। এসময় একজনকে চাপাতি হাতে নেতৃত্ব দিতেও দেখা যায়। সে ব্যক্তি সবাইকে প্রস্তত করছিল হামলার জন্য। এর মধ্যই নামাজে বসা একজন কালো শার্ট পরা ব্যক্তির কলার ধরে টেনে আনে এবং তিন জন মিলে তাদের হাতে রাখা অস্ত্র দিয়ে হামলা শুরু করে। হামলার সময় আকজনের কোমর থেকে অগ্নিয়াস্ত্র বের করতে দেখা যায়। যদিও হামলার স্বীকার ব্যাক্তি নিজের শারীরিক সক্ষমতায় সন্ত্রাসীদের হাত থেকে ছুটে নামাজের কাতারের মধ্য দিয়ে দৌঁড় দেয়। পেছেনে পেছনে হামলাকারীরাও দৌঁড় দেয়। মসজিদের সকল মুসল্লি আতঙ্কিত হয়ে পরে এবং নামাজ ছেড়ে দেয়।

এ ভিডিয়োটি সাধারণ মানুষ নানান শিরোনামে নিজেরদের ফেজবুকসহ বিভিন্ন সামাজিক মধ্যমে শেয়ার দিচ্ছেন। কেউ লিখছেন, আওয়ামী লীগ ধ্বংস হয়েছে তাদের পাপের কারণেই, নামাজ পড়া অবস্থায়ও তাদের হাতে মানুষ রক্ষা পায়নি। আরেকজন শেয়ার দিয়ে লিখেছেন, আওয়ামী লীগ যারা করে তারা মুসলমানই নন। কারণ, এ স্বৈরাচারী দল কখনো মুসমানকে সম্মান করেনি।

পোষ্টটির কমেন্ট সেকশনে গিয়ে আওয়মী লীগের প্রতি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ করা গেছে; কেউ লিখেছেন, আওয়ামী লীগকে কখনো মাফ করার সুযোগ নেই। সাহিল খান নামের একজন লিখেছেন, এগুলো দিন দেখার পরেও যারা বলছে যে আগে ভালো ছিলাম তারা অমানুষ। আরেকজন লিখেছেন, আল্লাহ ওদের সঠিক বিচার করেছেন।

অনেকে অন্তরবর্তীকালীন সরকারের ওপর ক্ষোভও প্রকাশ করছেন, তারা বলছেন, এত কিছুর পরেও বেশিভাগ সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, যা সাধারণ মানুষের জন্য ভয়ের। সরকার এখনো আওয়ামী খুনিদের ধরতে পারছে না। তারা হামলা করছে। দিন দিন সাহসী হয়ে যাচ্ছে।

সম্প্রতি গাজীপুরে ছাত্রজনতার ওপড় ধারালো অস্ত্র দিয়ে হামলা চলায় সাবেক স্বৈরাচারী সকরকারের ধর্ম মন্ত্রী মোজাম্মেলের সন্ত্রাসী বাহিনী। এতে অনেকে ছাত্র আহত হয়। পাঁচ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। 

এই ঘটনার পরে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রনালয় অপারেশন 'ডেভিল হান্ট' জারি করে এবং যৌথ বাহিনী এক দিনের মধ্য ৮২ জনকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে জিএমপি কমিশনার।