'আয়নাঘর' উম্মোচনসহ পাঁচ দাবিতে র্যাব-১ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি
শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:০০ পিএম | আপডেট: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:০০ পিএম

শেখ হাসিনা সরকারের আমলের সব গোপন বন্দিশালা ‘আয়নাঘর’ উন্মোচনসহ পাঁচ দাবিতে ঢাকার উত্তরায় র্যাব-১ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে কাউন্সিল অ্যাগেইন্সট ইনজাস্টিস (সিএআই) নামে একটি সংগঠন।
গতকাল শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহিদুল করিম বলেন, শুক্রবার বিকেল থেকে তারা র্যাব-১ এর সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের আমরা অনুরোধ করেছিলাম, আপনাদের অবস্থান কর্মসূচির কারণে আমাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। শনিবার রাত ১টা পর্যন্ত তারা সরে যাননি।
তিনি বলেন, উনারা যে দাবি করছেন, সেটা র্যাব-১ এর পক্ষে মেটানো সম্ভব নয়। কারণ আমাদের সেই ক্ষমতা নেই।
র্যাবের এই কর্মকর্তা বলেন, গেট দিয়ে আমাদের গাড়ি বের হতে পারছে না। রাতে যেসব অপরাধ সংঘটিত হয়, সেগুলো প্রতিরোধে আমরা টহলে যাই। গেট বন্ধ করে রাখায় আমরা যেতে পারছি না।
সিএআইর দাবিগুলো হলো— হাসিনা রেজিমের সব গোপন বন্দিশালা (আয়নাঘর) জাতির সামনে উন্মোচন করতে হবে; র্যাব, সিটিটিসি, এটিইউসহ যেসব বিশেষায়িত বাহিনী ইসলাম ও মুসলিমদের বিরূদ্ধে ব্যবহার হয়েছে, সেগুলো বিলুপ্ত করতে হবে; গুমের শিকার ব্যক্তিদেরকে ক্ষতিপূরণ প্রদান ও সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে; গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং অ্যান্টিটেরোরিজম অ্যাক্ট বাতিল করতে হবে।
আরও পড়ুন
- বদলে যাচ্ছে পুলিশের লোগো, বাদ পড়ছে নৌকা
- নববর্ষের শোভাযাত্রার নাম বদলে এখন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
- পাল্টা শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ
- বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের : ড.ইউনূস
- বিনিয়োগ সম্মেলনে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা
- মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা : জিএমপি কমিশনার
- বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র
- এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত : প্রধান উপদেষ্টা