1. »
  2. সমগ্র দেশ

স্বৈরাচারী হাসিনার বিচারের দাবিতে শহীদ পরিবারের সদস্যদের শাহবাগ আবরোধ

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:১৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:১৩ পিএম

স্বৈরাচারী হাসিনার বিচারের দাবিতে শহীদ পরিবারের সদস্যদের শাহবাগ আবরোধ

স্বৈরাচারী পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তারা এই অবরোধ করেন। তাদের অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আন্দোলনকারীরা শহীদদের ছবি এবং ন্যায়বিচারের আহ্বান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নিয়েছেন। এ সময় তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

আন্দোলনকারীরা বলেন, আমরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে অনেকের দুয়ারে দুয়ারে গিয়েছি, কিন্তু সহানুভূতির পরিবর্তে পেয়েছি অবহেলা ও অসম্মান।