1. »
  2. আন্তর্জাতিক

রূপপুরের অর্থে লন্ডনে ফ্ল্যাট কিনেছেন টিউলিপ

নিজস্ব প্রতিবেদক বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:১২ পিএম | আপডেট: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:৩৩ পিএম

রূপপুরের অর্থে লন্ডনে ফ্ল্যাট কিনেছেন টিউলিপ

বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে তহবিল তছরুপ করেছেন যুক্তরাজ্যের সাবেক নগর ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক। সেই অর্থে লন্ডনে বাড়ি কিনেছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

অভিযোগের তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)। ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, টিউলিপ তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মা শেখ রেহানা এবং পরিবারের অন্যান্য সদস্যরা রুশ অর্থায়নে নির্মিত একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৩.৯ বিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। সেই আত্মসাৎ করা অর্থের একটি অংশ ৭ লাখ পাউন্ড ব্যবহার করে লন্ডনে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন টিউলিপ। টিউলিপের সেখানে মানি লন্ডারিংয়ের প্রমাণও পেয়েছে দুদক।

টিউলিপ সিদ্দিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে নানা সময়ে সুযোগ-সুবিধা ভোগ করেছেন বলেও অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ব্রিটেনে এক ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট গ্রহণেরও অভিযোগ পাওয়া গেছে।

গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস তদন্ত করে দেখেছেন যে, টিউলিপ এই কেলেঙ্কারি সম্পর্কে অনিচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছেন। এরপরই লেবার পার্টির নেতৃস্থানীয় পদ থেকে তাকে ইস্তফা দিতে হয়েছে।


ট্রেজারি মন্ত্রীর দায়িত্বে থাকার সময় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার দায়িত্ব ছিল টিউলিপের। কিন্তু লন্ডনে নিজের ব্যবহৃত সম্পত্তি এবং সেগুলোর সঙ্গে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন ওঠায় তিনি নিজেই এ বিষয়ে তদন্ত করার আহ্বান জানান।


বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন টিউলিপ, শেখ হাসিনা ও তাদের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে ওঠা রাশিয়ার অর্থায়নে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্ত করছে। এই তদন্তে ব্রিটিশ তদন্ত সংস্থাও (এনসিএ) সহায়তা করছে বলে জানা গেছে।