1. »
  2. শিক্ষা

রেজওয়ানের মেডিকেল কলেজে পড়ালেখার দায়িত্ব নিলেন তারেক রহমান

সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫ ০৭:২৬ পিএম | আপডেট: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫ ০৭:৪২ পিএম

রেজওয়ানের মেডিকেল কলেজে পড়ালেখার দায়িত্ব নিলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার এর তত্বাবধানে ও ডাইরেক্টর(প্রোগ্রাম) ডা: শাহ মুহম্মদ আমান উল্ল্যাহ এর ব্যবস্থাপনায় খুলনা জেলার কয়রা উপজেলার সাতহালিয়া গ্রামের মেধাবী ও অস্বচ্ছল ছাত্র ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত রেজওয়ান আহমেদের ভর্তি কার্যক্রম ও বইপত্র ক্রয়ের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন জেডআরএফ।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিয়ষক সহ-সম্পাদক ডা:পারভেজ রেজা কাকন। 

আরো উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান, সদস্য গোপালগঞ্জ জেলা বিএনপি ডা:কে এম বাবর এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: অমল চন্দ্র পাল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা: এম. আর. হাসান সভাপতি ড্যাব, বারডেম শাখার ডা: আমিরুল ইসলাম পাভেল প্রমুখ।

জানাযায়, গোপালগঞ্জ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন রেজওয়ান আহমেদ। তবে মেডিকেলে ভর্তির টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছে তাঁর পরিবার। অর্থের অভাবে মেধাবী এই তরুণের স্বপ্ন পূরণে দেখা দিয়েছিলো অনিশ্চয়তা।

রেজওয়ান আহমেদের বাড়ি খুলনার কয়রা উপজেলার সাতহালিয়া গ্রামে। তাঁর বাবা ইব্রাহিম খলিল স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে অল্প বেতনে চাকরি করেন এবং মা আছিয়া খাতুন গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে রেজওয়ান মেজ। ভাইবোনেরা স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করছেন।