গত ৯ দিনে
যুক্তরাষ্ট্রে ৭ হাজারের অধিক অভিবাসী গ্রেফতার
সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:৪৩ এএম | আপডেট: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:৪৩ এএম
গত ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ৭ হাজার ২৬০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইনপ্রয়োগকারী সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। গ্রেপ্তারদের মধ্যে ৫ হাজার ৭৬৩ জনকে বন্দিশালায় রাখা হয়েছে। শিগগিরই তাদের নিজ নিজ দেশ কিংবা কিউবার গুয়ান্তানামো কারাগারে পাঠানো হবে।
গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে আইসিই।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের নিউইয়র্ক সিটি, ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগো এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এই নথিবিহীন অভিবাসীদের। গ্রেপ্তারদের মধ্যে অনেকের বিরুদ্ধেই ধর্ষণ, অপ্রাপ্ত বয়স্কদের প্রতি যৌন সহিংসতা, বন্দুক ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে বলে শনিবারের এক্সবার্তায় জানিয়েছে আইসিই।
২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন— ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করবেন। নির্বাচনে জয়ী হওয়ার পর সাংবিধানিক বিধি মেনে গত ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন ট্রাম্প এবং সে দিন বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। সেসবের মধ্যে ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’ নামের একটি আদেশও ছিল।
ট্রাম্প সেই আদেশে স্বাক্ষর করার পর থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অভিযান।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে বসবাস করছেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে অন্তত ১ লাখকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন।
সূত্র : নিউইয়র্ক পোস্ট
আরও পড়ুন
- গোপনে বাংলাদেশে যুক্তরাজ্যের অপরাধ সংস্থার কর্মকর্তারা, পেয়েছেন টিউলিপের দুর্নীতির নতুন তথ্য
- কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যের ওপর বাড়তি কর আরোপ করলের ট্রাম্প
- আবারো যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
- সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন আহমেদ আল-শারা
- মাঝ আকাশে হেলিকপ্টার-যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা
- যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি নিহত
- ভারতে কুম্ভ মেলায় পদতলিত হয়ে ১৫ জন নিহত
- র্যাবকে 'ডেথ স্কোয়াড' হিসেবে চিহ্নিত হিউম্যান রাইটস ওয়াচের, বিলুপ্তির সুপারিশ