1. »
  2. সমগ্র দেশ

ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ আহত ৫

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫ ০৮:৩৭ পিএম | আপডেট: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫ ০৮:৩৭ পিএম

ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ আহত ৫

সিলেটের ওসমানীনগরে এক মর্মন্তিক সড়ক দূর্ঘটনার ৪ জন নিহত এবং ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলারাই বাজার (১৯ মাইল) নামক তমা কোম্পানির লি: মি: এর সামনে সিলেট- ঢাকা মহাসড়কে। 

আজ রবিবার ২ ফেব্রুয়ারী সকাল ৭টায় ৪০ মিনিটে দ্রুতগ্রামী ঢাকা অভিমূখী ট্রাক নং ঝিনাইদহ- ট- ১১-০৮৫৭ এবং সিলেট অভিমূখী প্রাইভেট কার নং- ঢাকা মেট্রো- গ- ২৯- ৬৮৩০ মুখোমুখি সংঘর্ষে কার চালক নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার মগড়াপাড়া গ্রামের মিলন ভূঁইয়ার ছেলে সোহেল ভূঁইয়া (৪০)।  

ঢাকা ডেমরা আমইল্ল্যা এলাকার জাহিদ মিয়ার ছেলে আয়ান সহ ঘটনাস্থলে নিহত হয়েছেন ২ জন। এসময় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিতি হয়ে গুরুতর আহত অবস্থায়  আরোও ৭ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। 

হাসপাতালে চিকিৎসারত অবস্থায় কর্তব্যরত ডাক্তার একই পরিবারের শরীফ আহমেদের স্ত্রী শামীমা ইয়াসমিন (৪০) ও জাহিদ মিয়া স্ত্রী সায়েমা আক্তার ইতি (৩৫) কে মৃত ঘোষণা করেন। এদিকে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করে। 

শেরপুর হাইওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছে যাহার নং-৩৩। এদিকে ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে। উক্ত বিষয়ে কর্মরত পুলিশ অফিসার আব্দুল গফ্ফারের সাথে মোবাইল ফোনে আলাপ কালে তিনি জানান, এবিষয়ে হাইওয়ে পুলিশের আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।