খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:২৭ এএম | আপডেট: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:২৭ এএম
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে তিনি লন্ডনে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন, যা তাকে মানসিকভাবে ভালো রাখতে সহায়তা করছে। ইতোমধ্যে সেখানে তার বেশ কিছু শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন।
এদিকে, লন্ডনে থাকা বেগম খালেদা জিয়ার মেডিক্যাল টিমের চারজন সদস্য ঢাকায় পৌঁছেছেন। তারা হলেন- ডা. এফ এম সিদ্দিকী, ডা. মো. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুর উদ্দিন আহমদ ও ডা. জাফর ইকবাল। অন্য দুই চিকিৎসক, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন, লন্ডনেই রয়েছেন এবং তারা বেগম জিয়ার সঙ্গে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বেগম খালেদা জিয়া বর্তমানে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। যদিও তার লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি, তবে চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এদিকে, ফেব্রুয়ারিতে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।
গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে করে যুক্তরাজ্যে পৌঁছানোর পরপরই তাঁকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিয়েছেন।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
আরও পড়ুন
- আরও দুই সংষ্কার কমিশনের প্রতিবেদন হাতে পেলেন প্রধান উপদেষ্টা
- বিবিসি বাংলা খুনি হাসিনাকে যে প্ল্যাটফর্ম দিচ্ছে তারেক রহমানকে তা দেয়নি : প্রেস সচিব
- ফেব্রুয়ারির শেষার্ধেই আসছে নতুন রাজনৈতিক দল : উপদেষ্টা নাহিদ
- সংস্কার যত বেশি দীর্ঘায়িত হবে দেশ তত বেশি সংকটে পড়বে : তারেক রহমান
- যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার প্রত্যাহার : আইএসপিআর
- পুতুলের সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব পায়নি দুদক
- তিন পর্বে হবে বিশ্ব ইজতেমা, দুই পক্ষের মধ্য কোনো দ্বন্দ্ব বা মতানৈক্য নেই : আইজিপি
- গুম ও হত্যার আদেশ দিত স্বৈরাচারী হাসিনা : হিউম্যান রাইটস ওয়াচ