1. »
  2. আন্তর্জাতিক

আবারো যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:৫৭ এএম | আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০৪ পিএম

আবারো যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে বড় ধরনের প্রাণহানির তিনদিনের মাথায় আবারও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) শিশুসহ ৬ আরোহী নিয়ে ফিলাডেলফিয়ার বাড়িঘরের ওপর আছড়ে পড়ে একটি ছোট উড়ো্জাহাজ। যেটি এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে কাজ করত।

উড়োজাহাজটি পরিচালনাকারী কোম্পানি জেট রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনার খবর নিশ্চিত করলেও আরোহীদের কারো বেঁচে থাকার কোনো খবর দিতে পারেনি।

উড়োজাহাজটিতে এক শিশু রোগী, তার একজন সহকারী এবং চারজন ক্রু ছিলেন বলে জানিয়েছে কোম্পানিটি।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এর আগে ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বুধবার রাতে আমেরিকান এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে ৬৭ জন আরোহীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২০০৯ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা। এর মাত্র তিন দিন পর আবার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটল।

লিয়ারজেট ফাইভ ফাইভ উড়োজাহাজটি নর্থইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট থেকে ছেড়েছিল। এটি মিসৌরির স্প্রিংফিল্ড–ব্রানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে যাচ্ছিল। বিমানবন্দর ছেড়ে যাওয়ার পরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

পেনসিলভানিয়ার গভর্নর জোস সাপিরো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার স্থানে উদ্ধারকর্মীরা কাজ করছেন।

বিষয়: আন্তর্জাতিক