শনিবার থেকে সেন্ট মার্টিন ভ্রমন করতে পারবেন না পর্যটকরা
বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫ ০২:১৪ পিএম | আপডেট: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫ ০২:১৫ পিএম
কক্সবাজারের টেকনাফের প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আগামী শনিবার থেকে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ মাস সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন না পর্যটকরা।
প্রতিবছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিন যাতায়াত করে থাকেন। কিন্তু এ বছর ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটক ভ্রমণের সময় নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত সেন্ট মার্টিন থাকতে পারবেন পর্যটকরা।
এর আগে, গত নভেম্বরে পর্যটকদের সেন্ট মার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়। ডিসেম্বর ও জানুয়ারিতে দুই হাজার পর্যটক যাওয়া এবং রাত্রিযাপনের সুযোগ রাখা হয়েছে। তবে ফেব্রুয়ারি থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগে ৩১ মার্চ পর্যন্ত পর্যটক যেতে পারতেন।
পর্যটক ভ্রমণের সময় কমানোর কারণে বহু লোকসানের আশঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা। তারা বলছেন, মোটে দুই মাসের আয় দিয়ে সেন্ট মার্টিনের বাসিন্দাদের বাকি ১০ মাস চলা সম্ভব নয়। এ জন্য ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপে পর্যটক আসা উন্মুক্ত রাখা প্রয়োজন।
এদিকে, মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া ভ্রমণের সময় বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন। তিনি জানান, ৩১ জানুয়ারি পর্যন্তই সেন্ট মার্টিনগামী জাহাজগুলো চলাচল করতে পারবে। এরপর আর পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিনে চলাচল করতে দেওয়া হবে না।
তবে সরকার যদি শেষ মুহূর্তে ভ্রমণের সময় বাড়ায়, তখন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইমরান হোসাইন।
আরও পড়ুন
- আরও দুই সংষ্কার কমিশনের প্রতিবেদন হাতে পেলেন প্রধান উপদেষ্টা
- বিবিসি বাংলা খুনি হাসিনাকে যে প্ল্যাটফর্ম দিচ্ছে তারেক রহমানকে তা দেয়নি : প্রেস সচিব
- ফেব্রুয়ারির শেষার্ধেই আসছে নতুন রাজনৈতিক দল : উপদেষ্টা নাহিদ
- সংস্কার যত বেশি দীর্ঘায়িত হবে দেশ তত বেশি সংকটে পড়বে : তারেক রহমান
- খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল
- যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার প্রত্যাহার : আইএসপিআর
- পুতুলের সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব পায়নি দুদক
- তিন পর্বে হবে বিশ্ব ইজতেমা, দুই পক্ষের মধ্য কোনো দ্বন্দ্ব বা মতানৈক্য নেই : আইজিপি