1. »
  2. জাতীয়
রুহের মাগফিরাত কামোনায়

আরাফাত রহমান কোকোর দশম মৃত্যু বার্ষিকী পালিত

শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫ ০৩:০১ পিএম | আপডেট: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫ ১০:১২ এএম

আরাফাত রহমান কোকোর দশম মৃত্যু বার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিন বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দশম মৃত্যু বার্ষিকী আজ। ২০১৫ সালের ২৪ জানুয়ারি  মালেএশিয়ার কোয়ালালামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। 

বিশিষ্ট ক্রিড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকীতে দোয়া ও তাঁর রুহের মাগফিরাত কামনায় নানান আয়োজনে পালন করছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

আজ সকাল ১০ টায় আরাফাত রহমানের কবর জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল করিব রিজভী।

এরপর সকাল ১১ টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়ার আয়োজন করে দলটি। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, রিজভিসহ কেন্দ্রীয়, মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে রিজভী বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়; এটি ছিল হত্যাকান্ড। ফ্যাসিস্ট হাসিনা তাঁর মা বেগম খালেদা জিয়াকে বালির বিস্তা-ট্রাক দিয়ে বন্দি করাসহ তার পুরো পরিবারকে নির্যাতন করতে থাকে। এটি সইতে না পেরে তিনি অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন।

এছাড়াও এদিন আরাফাত রহমান কোকোর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে "আমরা বিএনপি পরিবার"। সুরা ফাতিহা পাঠ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবার- এর আহবায়ক ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও ফরহাদ আলী সজীবসহ বিএনপির নেতৃবৃন্দ।

বাদ আসর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দোয়ার আয়োজন করেছে বিএনপি। সেখানে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির স্থায়ী কমিটির সদস্যগণসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও লন্ডনে বৃক্ষল্যান্ড জামে মসজিদ ও দেশের বিভিন্ন স্থানে আরাফাত রহমান কোকোর জন্য দোয়া ও তাঁর রুহের মাহফিরাত কামনায় নানান উন্নয়নমূলক কর্মকান্ডের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি।