প্রশাসনে এখনো ৭০ ভাগ আ'লীগের দোসরদের উপস্থিতি রয়েছে : রিজভী
শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫ ১২:০১ পিএম | আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫ ১২:৫৬ পিএম
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'এখনো ৭০ ভাগ আওয়ামী লীগের দোসর দেশ চালাচ্ছে।' ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে। তাহলে মানুষ তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই।’
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘আমাদের মাথায় রাখতে হবে জনগণের চাহিদা। অবাধ সুষ্ঠু নির্বাচন জনগণের জিজ্ঞাসা, এটি নিয়ে গড়িমসি করার কিছু নেই।’
তিনি বলেন, ‘এখনো ৭০ ভাগ আমলা আওয়ামী লীগের দোসর, যারা এখন দেশ চালাচ্ছে।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। এগুলো ঠিক করতে হবে। না করলে অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। কারণ বর্তমানে মানুষের ধারণা এটি একটি নিরপেক্ষ সরকার।’
রিজভী বলেন, ‘এই সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন করবে। তার আগে যতটুকু সংস্কার দরকার করবে, সেখানে কেউ কিছু বলছে না। কিন্তু অনন্তকাল ধরে সংস্কার চলবে, সেটা হতে পারে না। ৫ আগস্ট আমাদের আন্দোলনের যে বিজয় হয়েছে, তার ভিত্তি তৈরি করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
এক-এগারো ইস্যুতে বিএনপির এই নেতা বলেন, ‘কিসের ভয় দেখান যে ১/১১ এর পুনরাবৃত্তি হবে। উপদেষ্টারা কি বিজ্ঞলোকদের রাজনীতি শেখাতে চায়।’
অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল উল্লেখ করে রিজভী বলেন, ‘জনগণের প্রত্যাশা ছিল এই সরকার তাদের জন্য কাজ করবে। কিন্তু জনগণ ভোট দিতে পারে না আর আপনারা সংস্কার সংস্কার করেন। আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন শেখ হাসিনার প্রতিচ্ছবি। কারণ, হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র।’
আরও পড়ুন
- যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুতে ছাত্রদলের প্রতিবাদ
- হাসিনার পতন মানতে না পেরে অপপ্রচার চালাচ্ছে ভারত : রিজভি
- প্রতিবন্ধী রিকশাচালক মামুনের পরিবারের পাশে তারেক রহমান
- বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ব্রাজিল: আমীর খসরু
- এক-এগারোর ভয় দেখিয়ে লাভ হবে না: রিজভী
- দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত ছাত্রদের : মির্জা ফখরুল
- কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র দিলেন তারেক রহমান
- ভ্যাট না বাড়িয়ে সরকারকে অপ্রয়োজনীয় ব্যায় কমানোর আহ্বান মির্জা ফখরুলের