৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা
মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫ ০৪:৫২ পিএম | আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫ ০৪:৫২ পিএম
আগামী সাত দিনের মধ্যে প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, দেশের ২৫টি জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী সাত দিনের মধ্যে এসব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেয়া হবে।
তিনি জানান, একইসাথে সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।
বিচারক নিয়োগ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, উচ্চ আদালতে এর আগে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেয়া হয়েছে। এখন থেকে বিচারক নিয়োগ হবে দক্ষতার ভিত্তিতে এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে। বিচারক নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ করা হচ্ছে।
আরও পড়ুন
- মোবাইল ফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেটের আরোপিত কর প্রত্যাহার
- খালেদা জিয়ার চিকিৎসা 'ওয়ান স্টপ সার্ভিস' এ করার সিদ্ধান্ত চিকিৎসকদের
- রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করবে ইউএনএইচসিআর
- কাউকে নির্বাচন থেকে দূরে রাখা সংস্কার কমিশনের উদ্দেশ্য নয় : বদিউল আলম
- মেডিকেলে শুধু ৫ শতাংশ কোটা থাকবে মুক্তিযোদ্ধা সন্তানদের : স্বাস্থ্য মন্ত্রণালয়
- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ভাতার পরিবর্তে সঞ্চয়পত্র দেবে সরকার
- সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
- পুলিশ, র্যাব, আনসারের নতুন পোশাকের সিদ্ধান্ত চূড়ান্ত