পুলিশ, র্যাব, আনসারের নতুন পোশাকের সিদ্ধান্ত চূড়ান্ত
সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫ ০৪:৩৪ পিএম | আপডেট: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫ ০৪:৩৪ পিএম
বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক। আজ সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, ১৮টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র্যাবের প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত হয়। এই ১৮টি থেকে পোশাক নির্বাচন করা হবে।
এর আগে, ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেছিলেন, ‘পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি আরও জানিয়েছিলেন, ‘পুলিশ কমিশন হওয়া উচিত। সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয়, সেটা নিশ্চিত করতে হবে।’
আরও পড়ুন
- মোবাইল ফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেটের আরোপিত কর প্রত্যাহার
- খালেদা জিয়ার চিকিৎসা 'ওয়ান স্টপ সার্ভিস' এ করার সিদ্ধান্ত চিকিৎসকদের
- রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করবে ইউএনএইচসিআর
- ৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা
- কাউকে নির্বাচন থেকে দূরে রাখা সংস্কার কমিশনের উদ্দেশ্য নয় : বদিউল আলম
- মেডিকেলে শুধু ৫ শতাংশ কোটা থাকবে মুক্তিযোদ্ধা সন্তানদের : স্বাস্থ্য মন্ত্রণালয়
- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের ভাতার পরিবর্তে সঞ্চয়পত্র দেবে সরকার
- সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা