জাতীয় কবি কাজী নজরুলের নাতি বাবুল কাজী আর নেই
রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫ ০৬:৪৩ পিএম | আপডেট: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫ ০৬:৪৩ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) ইন্তেকাল করেছেন।
আজ রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় তিনি মৃত্যুবরণ করেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা: শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করছেন। তার অধীনেই চিকিৎসাধীন ছিলেন জাতীয় কবির এই নাতি।
এর আগে শনিবার (১৮ জানুয়ারি) অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তার অবস্থা সঙ্কাটাপন্ন বলে তখন চিকিৎসকরা জানিয়েছিলেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।
বাসার বাথরুমে গ্যাসলাইটার বিস্ফোরণে তিনি অগ্নিদগ্ধ হয়েছিলেন।
বাবুল কাজী জাতীয় কবির পুত্র সব্যসাচী কাজীর ছোট ছেলে। তার বোন দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজীর বরাত দিয়ে শাওন বিন বলেন, তিনি স্বভাবতই সকালে ওয়াশরুমে ধূমপান করেন। শনিবার একইভাবে ধূমপানের সময় লাইটার জ্বালাতে গেলে সেটা বিস্ফোরণ হয়ে পুরোটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
আরও পড়ুন
- না ফেরার দেশে কবি হেলাল হাফিজ
- ‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফর আর নেই
- কাজী নজরুলকে জাতীয় কবি ঘোষণার গেজেট প্রকাশের অনুমোদন
- কবি মাকিদ হায়দার মারা গেছেন
- গার্ডিয়ান পাবলিকেশনের প্রকাশক নূর মোহাম্মদ গ্রেপ্তার
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দেওয়ার কারণ জানালেন জাকির তালুকদার
- বাংলা একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার