আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন
রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫ ০৬:৩২ পিএম | আপডেট: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫ ০৬:৩২ পিএম

শ্রদ্ধা আর ভালোবাসায় সারাদেশে উদযাপিত হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন।
আজ রবিবার বেলা ১১টার দিকে শেরে বাংলা নগরে শহীদ জিয়ার মাজারে যায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো লাখো নেতাকর্মী।
ফাতেহা পাঠ ও দোয়ায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ প্রমুখ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে তার ডাক নাম ছিল কমল।
মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য তাঁর বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট রেডিও স্টেশন থেকে তিনি বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
শেখ মুজিবের বাকশালের বিপরীতে তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা। তার জন্মদিন উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) ভোরে বিএনপির কেন্দ্রীয়সহ সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ ছাড়াও বেলা ৩টা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট আলোচনা সভার আয়োজন করেছে বিএনপির শরীক দলের নেতারা। এতে বক্তব্য দেবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকিসহ জাতীয় নেতারা।
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে 'জিয়া স্মৃতি ক্রিকেট টূর্নামেন্ট' আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ২৬ থানার অংশ গ্রহণে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে শষে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পুরস্কার বিতরণ করবেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পরিচালনা করবেন বিএনপি ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক।
আরও পড়ুন
- মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা : জিএমপি কমিশনার
- বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র
- এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত : প্রধান উপদেষ্টা
- জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
- রেলে লোকসানের বড় কারণ দুর্নীতি ও অপচয় : রেল উপদেষ্টা
- আজ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- স্বাধীনতা দিবসে বাংলাদেশেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
- স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা