আবিবেচকভাবে ভ্যাট বাড়িয়েছে সরকার : দেবপ্রিয় ভট্টাচার্য
শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫ ০১:২৭ পিএম | আপডেট: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫ ০১:২৭ পিএম

অন্তর্বর্তী সরকার অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানী ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো গুরুত্ব দেয়া হয়নি বলেও জানান তিনি।
আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
এসময় ড. দেবপ্রিয় বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে। কিন্তু অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই।’ প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো গুরুত্ব দেয়া হয়নি।
তিনি আরও বলেন, অর্থনৈতিক অস্বস্তি ও অনিশ্চয়তা মানুষকে সংস্কারবিমুখ করে তুলতে পারে। অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের অবকাঠামো দৃশ্যমান হচ্ছে না। আগামী অর্থবছরে প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে। তবে বাজেটের আকার ৮ লাখ কোটি টাকার বেশি বাজেট হওয়া উচিত হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য সায়মা হক বিদিশা বলেন, বাজেট বরাদ্দ দেয়ার ক্ষেত্রে তরুণদের দক্ষতা বৃদ্ধির দিকে নজর দিতে হবে। অন্যদিকে এনবিআরের পক্ষ থেকে বলা হয়, শক্তিশালী ট্যাক্স পলিসি করার কাজ চলছে। আগামী ৩ বছরের মধ্যে চূড়ান্ত হবে।
এসময় বাণিজ্য উপদেষ্টা বলেন, টিসিবির পণ্যের দাম বাড়িয়ে আরও বেশি মানুষকে সুবিধা দেয়ার কথা ভাবছে সরকার। অর্থনীতির খারাপ অবস্থায় ব্যাংকগুলো কিভাবে এত মুনাফা করছে সেটা দেখা দরকার।
আরও পড়ুন
- মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা : জিএমপি কমিশনার
- বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র
- এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত : প্রধান উপদেষ্টা
- জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা
- রেলে লোকসানের বড় কারণ দুর্নীতি ও অপচয় : রেল উপদেষ্টা
- আজ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- স্বাধীনতা দিবসে বাংলাদেশেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
- স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা