ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫ ১০:৩২ এএম | আপডেট: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫ ১২:২৮ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে। সব ঠিক থাকলে আজ দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এই কর্মসূচি শুরু হবে।
গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করা, একইসঙ্গে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার (১৮ জানুয়ারি) দুপুর দুইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে এ কর্মসূচি শুরু হবে।
সংগঠনের নেতাকর্মীদের এতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন
- কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র দিলেন তারেক রহমান
- ভ্যাট না বাড়িয়ে সরকারকে অপ্রয়োজনীয় ব্যায় কমানোর আহ্বান মির্জা ফখরুলের
- আত্মত্যাগীদের শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে : মির্জা ফখরুল
- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার নিশ্চিতে ছাত্রদলের 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি
- বিএনপির পক্ষে সর্বদলীয় বৈঠকে অংশ নেবেন সালাউদ্দিন আহমেদ
- ১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর
- আগামীকাল কারামুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর
- দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে : রিজভী