1. »
  2. সমগ্র দেশ

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নিহত ১

শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫ ১০:২৮ এএম | আপডেট: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫ ১২:১৯ পিএম

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নিহত ১

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫০ টির অধিক শেল্টার পুড়ে ছাই। পুড়ে যাওয়া শেল্ট থেকে ১ শিশুর মরদেহ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটের সময় টেকনাফর মোচনী ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের জি-২ ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের হেড মাঝি জামাল আহমদ বলেন, রাত ১০ টি ৪৫ মিনিটের সময় নয়াপাড়া মোচনী ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সাথে সাথে রোহিঙ্গা ও স্থানীয়রা মিলে আগুন নিভানোর কাজ চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল এসে আগুন নেভাতে কাজ করছে। ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুনের সূত্রপাত এখনও জানা সম্ভব হয়নি।