বিএনপির পক্ষে সর্বদলীয় বৈঠকে অংশ নেবেন সালাউদ্দিন আহমেদ
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫ ০৪:৪৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫ ০৫:৪৪ পিএম
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সাথে সর্বদলীয় বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকার। বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
বিএনপি বৈঠকে অংশ নেবে কিনা এমন ধোঁয়াশার মাঝেই আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে দলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। সালাউদ্দিন আহমেদ গুলশানের বাসা থেকে কিছুক্ষণের মধ্যেই বের হবেন বলেও জানানো হয়।
আজ বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করবেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক করা হবে।
এর আগে আজ সকালে প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকে আংশ নিতে অস্বীকৃতি জানায় বিএনপি। এদিন সকালে বিএনপির স্বায়ী কমিটির সদশ্য ইকবাল মাহমুদ টুকু এ কথা জানান।
আরও পড়ুন
- কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র দিলেন তারেক রহমান
- ভ্যাট না বাড়িয়ে সরকারকে অপ্রয়োজনীয় ব্যায় কমানোর আহ্বান মির্জা ফখরুলের
- ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
- আত্মত্যাগীদের শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে : মির্জা ফখরুল
- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার নিশ্চিতে ছাত্রদলের 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি
- ১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর
- আগামীকাল কারামুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর
- দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে : রিজভী