জাপানে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা
মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫ ১১:৪০ এএম | আপডেট: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫ ০৪:২১ পিএম
জাপানের গতকাল সোমবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯।
স্থানীয় সময় গতকাল সোমবার রাত ৯টা ১৯ মিনিটে দক্ষিণ জাপানের কিউশু অঞ্চলে এই ভূমিকম্প অনুবুত হয়। ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়।
টোকিও থেকে এএফপি আজ এই খবর জানায়।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, সোমবার ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূুমিকম্পে কেঁপে উঠেছে কিউশু অঞ্চল। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর মিয়াজাকি ও কোচির দক্ষিণাঞ্চলীয় প্রিফেকচারে এক মিটার উচ্চতার ঢেউয়ের বিষয়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা এক্সে জানিয়েছে, কর্তৃপক্ষ স্থানীয়দের সুনামি সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত সমুদ্রে বা উপকুলের দিকে না যাওয়ার পরমর্শ দিয়েছে।
জাপানের সরকারি গণমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়াজাকি শহরে ইতোমধ্যে ২০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। প্রাদেশিক এই রাজধানীতে প্রায় ৪ লাখ মানুষ বসবাস করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর পশ্চিম জাপানের ইকাতা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প যে অঞ্চলে আঘাত হেনেছে তার কাছাকাছি এলাকায় দু’টি বিদ্যুৎ কেন্দ্রু চালু রয়েছে।
আরও পড়ুন
- টিউলিপের স্থলে নিয়োগ পেলেন এমা রেনল্ডস
- গ্রেপ্তার হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
- ইসরায়েল-ফিলিস্তিনের মধ্য ৪২ দিনের যুদ্ধবিরতি চুক্তি
- ভারতীয় হাই কমিশনকে তলবের পরেই বাংলাদেশি কমিশনকে তলব দিল্লির
- লস অ্যাঞ্জেলেসে দাবানলে প্রাণহানি বেড়ে ২৪, জরুরি সতর্কতা জারি
- তেজগাঁওয়ে বাস্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ছয়টি ট্রাক
- তেজগাঁওয়ে বাস্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ছয়টি ট্রাক
- ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলায় নিহত ছাড়াল ৪৬ হাজার ৫০০